গোয়াইনঘাট জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ, গোয়াইনঘাট, সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠন নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ জুলাই বিকেলে গোয়াইনঘাট প্রেস ক্লাব হল রুমে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মদরিছ আলী এবং সদস্য কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি,সিলেট জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী,জেলা কৃষক দলের যুগ্ম সদস্য সচিব এম জহুরুল ইসলাম মখর,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল আসলাম মুমিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান এমএ রহিম, গোয়াইনঘাট যুবদল নেতা আব্দুর রহমান, এডভোকেট সায়েম আহমদ, আতিকুর রহমান, গোয়াইনঘাট জাসাস নেতা আলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আহমদ হুমায়ুন জামাল, মিনহাজ শামসী, বিএনপি নেতা হারুনুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধীক কর্মী।