পিতা পুত্রের মাঝে রাগারাগি মর্মান্তিক পরিণতি, কাঁচি অপারেশনে দেড়লক্ষ টাকা লাগবে , জীবন ঝুঁকিপূর্ণ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বাবা শাহিনের সঙ্গে তার ছেলের কথা কাটাকাটি হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে বাবা রাগের মাথায় ছেলের দিকে ছুঁড়ে মা’রেন একটি কাঁচি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়!
তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর শেষমেশ ভর্তি করা হয় পিজি (BSMMU) হাসপাতালে। বর্তমানে সেই ছেলে ICU-তে মৃ*ত্যুর সঙ্গে লড়ছে। এখনও তার মাথা থেকে কাঁচি অপসারণ করা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন এবং অপারেশনটি জীবনঝুঁকিপূর্ণ।
ছেলের এমন মর্মান্তিক অবস্থায় বাবা শাহিনও ছুটোছুটি করে পাগল প্রায়। আজ তিনি কাঁদছেন, ছুটছেন—কিন্তু সময় আর ফেরে না!
এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, রাগ কীভাবে মুহূর্তেই একটি জীবনকে ধ্বং’সের দিকে ঠেলে দিতে পারে। একটি ভুল সিদ্ধান্ত, একটি রাগান্বিত প্রতিক্রিয়া—সবকিছু বদলে দিতে পারে চিরতরের জন্য।
তাই আসুন, আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি। কারণ রাগ কখনোই সমাধান দেয় না, বরং ধ্বং’স ডেকে আনে। এক মুহূর্তের রাগের আগুন অনেক সময় সারাজীবনের কান্না হয়ে ফিরে আসে।