কবিতা,শেষ বার্তা,

বাঁধন ঢালী।
ওহে মানব ফুরিয়ে যাচ্ছে সময়,
জিহাদ দিচ্ছে ডাক,
মুসলিম রাষ্ট্রে করছি কি মোরা বসবাস,
হাতের তালুতে রাখিয়াছি ঈমান, প্রতি নিয়তই জালিম কেড়ে নিচ্ছে প্রাণ,
আর কতোবার করিবো জিহাদ,
মদিনা সনদ বাস্তবায়ন করা
এটাই হোক বাংলার
মুমিনগণের শেষ যুদ্ধের ডাক।
২০ কোটি ইনসান, ইনসাফ করো কায়েম
শান্তি তে বিশ্বাসী হও সৃষ্টির স্রষ্ঠার প্রেমে পড়ে।
#ইসলামেরআলো জমিন জুড়ে জ্বালো।