জাবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবিতে) আয়োজন করা হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার উপস্থিতিতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর সভাকক্ষে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সামনে ফুটবল টুর্নামেন্টের দলগুলোকে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়। যেখানে গ্রুপ ‘এ’ তে ব্যবস্থাপনা, গণিত, ইইই এবং সিএসই বিভাগ অংশগ্রহণ করবেন। এছাড়াও গ্রুপ ‘বি’ তে সমাজকর্ম, ফিশারিজ এবং ভূতত্ত্ব বিভাগ অংশ নিবেন।

ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এছাড়াও জুলাই বিপ্লব আমাদের জীবনে একটা নতুন দোয়ার খুলে দিয়েছেন সেটাকে কীভাবে কাজে লাগিয়ে ক্রীড়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, মেডিকেল সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শাহজালাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ্ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।