শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী ও ১ যুবক আটক

মোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তিন নারী ও একজন যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর এলাকার শিশুপার্ক সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়ার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাথী আক্তার (৩৫) এবং শিবগঞ্জের কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুপার্ক এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ চলাকালীন অবস্থায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।