ক্ষমতার অপব্যবহার কারীদের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে” — বসকো মহাসচিব ফয়সাল হাওলাদার

বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ

বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)-এর মহাসচিব ফয়সাল হাওলাদার এক জোরালো বার্তায় বলেছেন, “যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন কিংবা অন্যায়ভাবে কর্তৃত্ব স্থাপন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চান, তারা মনে রাখুন — তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হতে পারে।”

তিনি বলেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়। যে ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত না হয়ে নিজের স্বার্থ, দমন-পীড়ন বা দুর্নীতির হাতিয়ার হয় — সেই ক্ষমতা বেশিদিন স্থায়ী হয় না। ইতিহাস তারই প্রমাণ।”

বসকো মহাসচিব আরও বলেন, “এক সময় যারা জনগণের নামে ক্ষমতায় এসেছিলেন, তারাই পরে জনগণের দুশমন হয়ে উঠেছিলেন। এখনো যদি কেউ সেই পুরোনো পথে হাঁটতে চায়, তারা গভীর ভুল করছেন। আজকের বাংলাদেশে জনগণ অনেক সচেতন, তারা সাংবাদিকদের মাধ্যমে প্রতিটি অন্যায়ের খবর জানছে, জানতে পারছে।”

তিনি বলেন, “আমরা সাংবাদিকরা জাতির বিবেক। আমাদের কলম থেমে যাবে না। সত্য তুলে ধরার সাহস আমাদের রয়েছে। যারা সত্য ও ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়, ইতিহাস তাদের ক্ষমা করে না।”

ফয়সাল হাওলাদার আরও বলেন, “বসকো সবসময় স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে। যেকোনো ধরনের শাসনযন্ত্রের ভয় বা চাপ আমাদের থামাতে পারবে না। সাংবাদিকদের মুখ বন্ধ করতে যারা উঠে পড়ে লেগেছেন, তারা জানুক — সত্য চাপা পড়ে না, শুধু দেরিতে প্রকাশ পায়।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না। বসকো সবসময় সাংবাদিকদের পাশে ছিল, আছে এবং থাকবে। অন্যায় আর ক্ষমতার দম্ভকে ভাঙতে হলে সত্য বলার বিকল্প নেই।”

এই বক্তব্যটি সাংবাদিক ও সাধারণ নাগরিকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বসকোর মহাসচিবের স্পষ্ট বার্তা ক্ষমতার অপব্যবহারকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে রইল।