বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ওবদার গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় মোস্তাকিম (২২) নামে এক কলেজ ছাত্র মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত মোস্তাকিম জয়পুরহাট জেলার বাসিন্দা ছিলেন এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাকিম তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের সহপাঠীরা জানান, মোস্তাকিম একজন মেধাবী, ভদ্র ও মার্জিত স্বভাবের ছাত্র ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, “মোটরসাইকেলসহ রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”
স্থানীয়রা জানান, ওবদার গেট এলাকায় রেলক্রসিংয়ে কোনো গেট, সিগন্যাল কিংবা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রায়ই এ স্থানে দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুত নিরাপদ ক্রসিংয়ের দাবি জানিয়েছেন।