শাজাহানপুরে পরিবেশবিধ্বংসী আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ ধ্বংস : কঠোর অবস্থানে কৃষি বিভাগ

মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ও গাছের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযানে বিপুল সংখ্যক চারা ও গাছ জব্দ করে তা উপজেলা পরিষদ চত্বরে এনে ধ্বংস করা হয়।
রবিবার (৭ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন বাজার ও নার্সারিতে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মুসাদ্দেক শাওনসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন বলেন, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো মাটির উর্বরতা হ্রাস করে, আশপাশের জীববৈচিত্র্য ধ্বংস করে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে আনে। তাই এ ধরনের গাছ বর্জন করে পরিবেশবান্ধব দেশি প্রজাতির বৃক্ষ রোপণে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরিবেশ সচেতন মহল বলছেন, টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগের এ ধরনের পদক্ষেপ খুবই সময়োপযোগী ও প্রশংসনীয়।