নেত্রকোণার সাবেক পৌর মেয়র, আওয়ামী লীগ নেতা, শীর্ষ সন্ত্রাসী প্রশান্ত কুমার গ্রেপ্তার

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ও সাবেক নেত্রকোণা জেলা পরিষদে চেয়ারম্যান,সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় পুলিশের হাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে নেত্রকোণার পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ১১ টার সময় টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়- গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান চিহ্নিত করে পুলিশ টঙ্গীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮ টি নাশকতার মামলা রয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি শাহনেওয়াজ প্রশান্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে নিশ্চিত করে বলেন- টঙ্গী থেকে নেত্রকোণায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে।
আজ সোমবার নেত্রকোনা বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে।