কালীগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, এলাকা জুড়ে আতঙ্ক

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের একজন উজ্জ্বল হোসেন জানান, প্রতিবেশী আইনাল হোসেনের সঙ্গে পূর্ব থেকেই দলীয় বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। আহতরা হলেন, উজ্জ্বল হোসেন (৩০), রমজান আলী (৩৫), লাকী খাতুন (২৫) ও মঞ্জুয়ারা খাতুন (৫০)। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলাকারীরা বাড়ি থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। উজ্জ্বল হোসেন সৌদি প্রবাসী, তিন মাসের ছুটিতে দেশে এসেছেন। হামলার কারণে তিনি চরম মানসিক উদ্বেগে আছেন— ফের কর্মস্থলে ফিরে যেতে পারবেন কিনা তা অনিশ্চিত। চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের মাথায় গুরুতর জখম রয়েছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ দিয়েছেন। চিকিৎসা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।