বিএনপি ক্ষমতায় গেলে সুজন হত্যার বিচার হবে : সাবেক এমপি খালেক

মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও তুখোড় জাতীয়তাবাদী ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করেছে উপজেলা বিএনপি, গণসংহতি আন্দোলন ও সুজন স্মৃতি পরিষদ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রথমে সুজন স্মৃতি পরিষদের উদ্যোগে ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি শ্রদ্ধা জানান। দুপুর ১২টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সুজনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও তাবারক বিতরণ করে।

বিভিন্ন সময় বিএনপি, গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার সমাধিতে শ্রদ্ধা জানান।
দিনশেষে সুজন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মীর হালিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি।

তিনি বলেন, “তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচন এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পরপর দু’বার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালের ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে পাওয়া যায় তার নিথর দেহ। এত বছর পেরিয়ে গেলেও আজও অজানা তার হত্যাকারীদের পরিচয়। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে এই হত্যার বিচার হবে— ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ