কয়েক শো টাকায় যারা ঈমান বিক্রি করে তাঁরা কিসের সাংবাদিক।

অপরাধীদের পাহারায় যখন রাক্ষুসে সাংবাদিক গং, নিরপেক্ষ ও সত্য খবর দমিয়ে দিচ্ছে তারা!
বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ :
বর্তমান সময়ের সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে কিছু রাক্ষুসে সাংবাদিকের অপতৎপরতায়। পেশাদার, অভিজ্ঞ ও নীতিবান সাংবাদিকরা যখন মাঠে থেকে জনস্বার্থে কাজ করছেন, তখনই তাদের পরিশ্রম আর নিরপেক্ষ রিপোর্টের পথ আটকে দিচ্ছে কিছু টাকা খরচ করে তৈরি হওয়া তথাকথিত সাংবাদিক।
মাত্র কয়েকশ টাকার বিনিময়ে একটি ডোমেইন-হোস্টিং কিনে বানানো ওয়েবসাইটেই নিজের নামেই সম্পাদক, প্রকাশক আর প্রধান প্রতিবেদক হয়ে যাচ্ছেন তারা। আর মাল্টিমিডিয়ার সাংবাদিকের চোখে তো বাংলাদেশের আইনের মতো কালো কাপড় বাঁধা।
সাংবাদিক পরিচয়ে অপরাধীদের পাহারাদার এট এটি এক ভয়াবহ প্রতারণা।
টাকার বিনিময়ে ‘প্রেস’ পরিচয়, দায়িত্বহীন অপসাংবাদিকতা
এই ভুয়া সাংবাদিকদের কোনো নেই কোনো সংবাদ পরিবেশনের নীতিমালা সম্পর্কে জ্ঞান। অথচ তারা থানায়-দপ্তরে, মঞ্চে-মাঠে সাংবাদিক পরিচয় দিয়ে বিচরণ করছেন। অপরাধীদের কাছ থেকে মাসোহারা নিয়ে প্রকৃত সাংবাদিকদের প্রতিবেদন বানানো হচ্ছে ‘ভুয়া’ বা ‘উস্কানিমূলক’।
প্রকৃত সাংবাদিকতার পথ রুদ্ধ করছে এই অপসাংবাদিকতা
যেখানে একজন প্রকৃত ও পেশাদার সাংবাদিক তথ্য যাচাই করে জনস্বার্থে রিপোর্ট করেন, সেখানে এই রাক্ষুসে সাংবাদিকেরা অপরাধীদের হয়ে কাজ করে সেই সত্যতাকে আঘাত করছে। অনেক ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকদের হুমকি, হয়রানি এমনকি মিথ্যা মামলার মুখে পড়তে হয় বা হচ্ছে।
সাংবাদিকতার নামে চলছে ‘প্রেস কার্ড বাণিজ্য’
এই ভুয়া সাংবাদিকদের অনেকেই নিজেরাই বুঝে না সাংবাদিকতার মূলনীতি কী। অথচ ‘অনলাইন নিউজ পোর্টাল’ বানিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে! প্রকৃতপক্ষে, এটি একটি বাণিজ্যিক ফাঁদ—যেখানে সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতা নেই, আছে শুধু অর্থ ও ক্ষমতার লোভ।
সাংবাদিক মানেই সম্মানজনক কেউ—এই ধারণা থেকে বেরিয়ে এসে যাচাই-বাছাই করে সত্যিকারের সাংবাদিকদের চেনার সময় এখন। প্রশাসনের উচিত ভুয়া ওয়েবসাইট ও সাংবাদিক পরিচয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।
সাংবাদিক সংগঠনগুলোকেও নিজেদের মধ্য থেকে এই অসৎ চক্রকে নির্মূল করতে হবে। সাংবাদিকতা হোক বস্তুনিষ্ঠতার প্রতীক—ভুয়া পরিচয়ের আড়ালে অপরাধ রক্ষার অস্ত্র নয়। সাংবাদিক হোক ফেরেশতার মতো, নিষ্পাপ, তাদের দেওয়া হোক শতো ভাগ নিরাপত্তা।