মোল্লাহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
গতকাল বুধবার মোল্লাহাটে বিআরডিবি নির্বাচন ২০২৫ এর ভোট গ্রহণ হয়।সকাল ১১ টায় শুরু এবং শেষ হয় বিকাল ৪টায়। মোঃ দুলাল মিয়া ছাতা প্রতীক ও মোঃ মামুন মোল্লা আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । এরমধ্যে নির্ধারিত সময়ের পরে প্রার্থীতা প্রত্যাহার (নির্বাচন ছেড়ে দিয়েছেন) মোঃ মামুন মোল্লা আনারস প্রতীক। ফলে যথা নিয়মে সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোল্লাহাট উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত বিআডিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের সদস্য মোতায়েন ছিল। এ সময় ভোটার উপস্থিতি ভালোই ছিল। মোঃ দুলাল মিয়া ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।