রোটারি ক্লাব অব পাবনার প্রেসিডেন্সিয়াল কলার হস্তান্তর। নয়া প্রেসিডেন্ট রোটা. বিপ্লব সেক্রেটারি রো. রাসেল।

আব্দুল্লাহ আল মোমিন
রোটারি ক্লাব অব পাবনার ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠান গতকাল শহরের টিন টিন রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। অভিষিক্ত প্রেসিডেন্ট হিসেবে কলার গ্রহন করেন রোটা. গোলাম হাসনায়েন বিপ্লব ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন রোটা. তানভীর সিদ্দিকী রাসেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট এর চেয়ারম্যান রোটা. আলহাজ্ব মাহাতাব উদ্দীন বিশ্বাস।
প্রধান অতিথি বলেন ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত রোটারি ক্লাব অব পাবনা ৪২ বছর ধরে পাবনা জেলায় অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে । তিনি রোটারি ক্লাব অব পাবনার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
ক্লাব ট্রেইনার রোটা. পিপি সাইফুল আলম স্বপন চৌধুরীর নির্দেশনায় এবং কলার হস্তান্তর কমিটির কনভেনর রোটা. পিপি খোন্দকার মবিদুর রহমান সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটা. পিপি আলী আহসান বক্তার, রোটা. পিপি বিনয় জ্যোতি কুন্ডু, রোটা. পিপি আলহাজ্ব ফরিদুল ইসলাম, রোটা. পিপি আলহাজ্ব আবেদ হোসেন, রোটা. পিপি শাহ আলম, রোটা. পিপি এ এইচ এম রেজাউন জুয়েল, রোটা. পিপি আব্দুল হান্নান, রোটা. পিপি এস এম আলাউদ্দিন পরাগ সহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ।
অনুষ্ঠানে কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন রোটা. শফিকুর রহমান শান্ত।
উল্লেখ্য, অভিষিক্ত প্রেসিডেন্ট রোটা. গোলাম হাসনায়েন বিপ্লব পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সেক্রেটারি রোটা. তানভীর সিদ্দিকী রাসেল ব্যবসায়ী ও সমাজকর্মী