চুয়াডাঙ্গার অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি আর নেই।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:


চুয়াডাঙ্গা জেলা জজ কোর্ট আদালতের প্রখ্যাত আইনজীবী, সদালাপী, মিষ্টভাষী, নিরহংকার, মিশুক ও ধার্মিক চরিত্রের অধিকারী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি (বয়স আনুমানিক ৪২) আজ বুধবার রাত আনুমানিক ১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর অকালপ্রয়াণে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম রকি ছিলেন চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন -২ এর সুযোগ্য পুত্র। অত্যন্ত অল্প বয়সে একজন সৎ, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন আইনজীবী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। ফৌজদারি মামলায় দক্ষতার সাথে লড়াই করে তিনি জেলা আইনজীবী মহলে সম্মান অর্জন করেন।
তাঁর জানাজা আজ বুধবার বাদ জোহর জান্নাতুল মওলা কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।
অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “আহা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি কী যে ভালো মানুষ ছিলেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। হঠাৎ করে চলে গেলেন! তাঁর মতো একজন সদালাপী, নীতিবান ও প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।”
আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দিন – আমিন।