অভয়নগরে কৃষক দলনেতা তরিকুল হত্যাকান্ডে গ্রেফতার অভিযান

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
অভয়নগরের তরিকুল হত্যা মামলার অন্যতম আসামী পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত(২৭) গ্রেফতার হয়েছে।
(২৩ জুন )মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের অফিসার ইনচার্জ জনাব মোঃ মঞ্জুরুল হক ভুইয়া, এসআই(নিঃ)/অলক কুমার দে, পিপিএম, এসআই(নিঃ)/ শিবু মন্ডল সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম মণিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ২৩ জুন ২০২৫খ্রিঃ রাতে অভয়নগর থানায় আলোচিত তরিকুল হত্যা মামলার অন্যতম আসামী পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত(২৭), কে মনিরামপুরের সুজাতপুর এলাকা থেকে গ্ৰেফতার করেছে। সে মনিরামপুর থানার সুজাতপুর গ্ৰামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র-খুন-মাদক সহ থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ এবং পরবর্তীতে আসামী অভয়নগর থানার তরিকুল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।