কেন্দুয়া আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত রোকন ভুইঁয়া’কে দেখতে যান কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সম্পাদক

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনা কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভুইঁয়া’কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে  দেখতে যান কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি/ সম্পাদকবৃন্দ।

২৪ জুন মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রোকন ভুইঁয়াকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে যান কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি/ সম্পাদকের মধ্যে-
দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিল্টু, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিছ আলী তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হাসেম ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন টুটুল, রোয়াইলবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ভুইঁয়া প্রমুখ।

এসময় উপস্থিতি নেতৃবৃন্দ গুরুত্বর আহত শফিকুল ইসলাম রোকন ভুইঁয়া’র দ্রুত সুস্থতা কামনা করে ও আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর  দাবি জানিয়ে এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন।

উল্লেখ্যঃ ২২ জুন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সান্দিকোণা যাওয়ার পথে ডাউকি মসজিদের সামনে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রোকন ভুইঁয়া।