২য় বারের মত হামিদ আলীর বাড়ীর ঘরোয়া প্রিমিয়ারলীগের ২০২৫ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

IMG-20250614-WA0037

চট্টগ্রাম বিভাগীয় প্রধান আহমদ রেজা

আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর ভিন্নতা ভাবে ২য় বারের মত কর্ণফুলী টানেল সড়ক দক্ষিণ বন্দর হাইস্কুলে সংলগ্ন মাঠে মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। তিন ঘটিকায় কান্তির হাট দক্ষিণ বন্দর হাইস্কুল মাঠ সংলগ্নে হামিদ আলী বাড়ীর দ্বিতীয় বারের মত মিনিবার ফুটবল খেলাটি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়। এ খেলা উপভোগ করার জন্য মাঠের কাণায় কাণায় দর্শকের উপস্থিতি পনের মিটিন করে ত্রিশ মিনিটে চ্যাম্পিয়ান ও রানারআপ করে মিনিবার খেলাটি সমাপ্তি করেন। দিবারাত্রি মিনিবার ফুটবল টুনামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির আলম যুগ্ম আহ্বায়ক, ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের সেচ্ছাসেবক দলের সদস্য।

উক্ত খেলাটি শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বিশেষ হিসাবে মো: মহিউদ্দিন, মো: আলমগীর,মো: কাওছার,মো: শহীদুল ইসলাম,মো: সালাউদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ সৌজন্যে মূলক উপস্থিত হয়ে সৌন্দর্য তুলে ধরেন। এ খেলাটিতে চ্যাম্পিয়ানশীপ দলের
হেলাল প্রিমিয়ার দুই আতিক এক গোল করে । ম্যান অফ দ্যা ম্যাচ লাভ করলেন অভি। বিজয়ীদের পুরুষ্কার বিতরনী করতে সী – ফুড রেস্তোরাঁয় আয়োজিত ভোঁজন আপ্যায়নের বিজয়ীদের চ্যাম্পিয়ানশীপ প্রদান ও ক্র্যাস তুলে দেন এবং রানারআপদের ক্র্যাস প্রদান করে প্রধান অতিথি বিন্দুরা।

You may have missed