সাতকানিয়ায় অভিযান: ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রায় ১২ লাখ টাকার মাদক!


মোরশেদুল আলম চট্টগ্রাম

যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা, আটক নুরুন্নাহার; ঘরে মিলল একাধিক এনআইডি-জন্ম সনদও

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানের মধ্য দিয়ে শনিবার (৩১ মে) নুরুন্নাহার বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসময় নুরুন্নাহারকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত সামগ্রী:
৩,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট

১৫টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড

৭টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

১৫টি জন্ম নিবন্ধন সনদ

১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

কৃষি ব্যাংকের ২টি চেকবুক

গ্রেপ্তারকৃতের পরিচয়:
নুরুন্নাহার বেগম মূলত কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ার ওই ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, “গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, একাধিক এনআইডি ও জন্ম সনদ উদ্ধার হওয়ায় তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, নুরুন্নাহার “মাদক নেটওয়ার্কের সাথে জড়িত” বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছিল। এ ঘটনায় এলাকায় তীব্র সাড়া পড়েছে ।

You may have missed