রংপুর বিভাগ পার্বতীপুরে এনসিপি নেতা স্ক্রাব বাহী ট্রাক ছিনতাইয়ের সময় সেনাবাহিনীর হাতে আটক

IMG-20250530-WA0011

শফিক ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধির।
তর্থমতে,
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।


দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির স্ক্রাব বাহি সেনাকল্যানের ট্রাক ছিনতাই করতে গিয়ে সেনা ও যৌথ বাহিনীর হাতে এনসিপি নেতা তারিকুল ইসলাম আটক হয়।
জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (ভাঙ্গাড়ি) স্ক্র্যাব, টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। আজ বৃহস্পতিবার আনুমানিক ৬.৩০ মিনিটে পূর্বে টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ট্রাকটি কয়লাখনি- মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে পৌছালে ট্রাক দুটির গতি পথরোধ করে তারিকুলসহ তার অনুসারীরা চাঁদা দাবী করে।
খবর পেয়ে পার্বতীপুরে দায়ীত্বরত সেনা-ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় পালিয়ে যায় অন্য চাঁদাবাজরা।
জাতীয় নাগরিক পাটি এনসিপি’র পরিচয় দানকারী পার্বতীপুরের আঞ্চলিক নাগরিক কমিটির মুখ্য-সংগঠক শিক্ষানবিশ আইনজীবী, স্ব-ঘুষিত বিশিষ্ট সমাজ সেবক, মোহাম্মদ তারিকুল ইসলাম (৩৯), পিতা-মৃত মাহমুদুল সরকার, মাতা-মোছাঃ মমেনা বেওয়া, সাং-পশ্চিম রাজাবাসর পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর স্থায়ী বাসিন্দা। বর্তমানে সে উপজেলার হুগলি পাড়ায় স্ব-পরিবারে বসবাস করে।
নাগরিক কমিটির নাধারী মুখ্য সমন্বয়ক পরিচয় দানকারী তারিকুল ইসলাম কে থানা হেফাজতে রাখা হয়।
এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থানকরা  সেনাকল্যান সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল-মামুন।

You may have missed