লালমনিরহাটে ধর্ষন চেষ্টা মামলার আসামি বাদীর বাড়ী পুড়িয়ে জেলে

বিশেষ প্রতিনিধি:
মো: রব্বানী ইসলাম

লালমনিরহাটের সাপ্টিবাড়ীতে ধর্ষন চেষ্টা মামলার আসামি হাবিব মিয়া জামিনে এসে বাদীর বাড়ী লুটপাট ও পোড়ানোর মামলায় জেল হাজতে।

আজ সকালে লালমনিরহাট কোর্টে জামিন নিতে আসলে তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।

মামলা সূত্রে জানা যায়,১৬ মে সকালে ধর্ষন চেষ্টা মামলার আসামি হাবিব মিয়া জামিনে এসে লোকজন নিয়ে বাদীর পরিবারের উপর হামলা করে।এ খবর সংগ্রহে ৩ জন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরও পিটিয়ে আহত করে হাবিব গং।সাংবাদিক পিটিয়ে বাদীর বাড়ীতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।এ ধটনায় আদিতমারী থানায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য বাদী হয়ে ১৭ তারিখ হাবিব মিয়াসহ ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করে।সেই মামলা লালমনিরহাট কোর্ট সকল আসামি জামিন দেয়।মালেক সম্রাট বাদী হয়ে ১৮ তারিখ বাড়ী পুরোনো ঘটনায় হাবিব মিয়াসহ ২৩ জনের নামে আরো একটি মামলা দায়ের করে।সেই মামলায় আজ সকালে ২৩ জন আসামী মধ্যে ২২ জনের জামিন দেয়।আর হাবিব মিয়াকে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য যে,২৭ মে আদিতমারী থানায় হাবিব মিয়ার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মালা হয়।