২০২৪-২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচিঈদুল আজহা ২০২৫ উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ

প্রতিবেদন: মোঃ রাসেল আহমেদ, মদন উপজেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ডিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এই কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়। ৮ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সামিউল হায়দার শফি এর নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতকরণে মদন থানার পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে।
এই মহতী উদ্যোগে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন এবং পুরো কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন।
এমন মানবিক সহায়তা কর্মসূচি ঈদের আনন্দকে অসহায় ও দুঃস্থ মানুষের ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।