চুরামনকাটি খুন হওয়া ডাবলুর লাশ আনতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিজেই লাশ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ইজিবাইক চালকের রক্তাক্ত লাশ উদ্ধার নিয়ে যখন গোটা গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া ঠিক তখনই আরো একটি মৃত্যুর খবরে গোটা এলাকাবাসী হতভম্ব হয়ে গেছে।
খুন হওয়া ডাবলুর লাশ আনতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিজেই লাশ হলেন কলেজ ছাত্র আসিফ হোসেন (১৭)।
নিহত আসিফ হোসেন চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের প্রবাসী মেহের আলীর ছেলে। সে যশোর পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে আসিফ হোসেন বাড়ি থেকে যশোর শহরে যাচ্ছিলো ডাবলুর লাশ দেখতে হাসপাতালে। পথিমধ্যে পালবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়।
একই দিনে দুটো অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক সাথে খুড়তে হচ্ছে দুটো কবর।