রুহিয়ায় মসজিদের দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে দুই যুবক আটক

মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা আল-আকসা জামে মসজিদে দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি এলাকার লুৎফর রহমানের ছেলে ফয়সাল এবং বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ ওরফে সজীব। স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর থেকেই দুই যুবক মসজিদের আশপাশে ঘোরাঘুরি করছিল, যা অনেকের চোখে সন্দেহজনক মনে হয়। পরে এশার নামাজের সময় আবারও তাদের মসজিদ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায় নামাজ পড়তে এসেছে, কিন্তু তাদের হাতে থাকা ব্যাগে বিপুল পরিমাণ টাকা ও যন্ত্রপাতি দেখে সন্দেহ বেড়ে যায়। পরবর্তীতে মসজিদের দানবাক্স পরিদর্শনে গিয়ে দেখা যায় তালা ভাঙা এবং বাক্স খালি। ব্যাগ থেকে উদ্ধার হয় চুরি করা টাকা, প্লাস, টেস্টার ও ওয়াল কাটার মেশিন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিভাবকদের ডেকে এনে ইউপি সদস্যের মাধ্যমে তাদের জিম্মায় দেন। সামাজিকভাবে শাস্তি হিসেবে দুই যুবকের মাথার চুল অর্ধেক করে কেটে দেওয়া হয়। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।