কেন্দুয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কেন্দুয়া সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক,স্হানীয় সরকার নেত্রকোনা আরিফুল ইসলাম সরদার।
অংশ গ্রহন করেন উপজেলার ৬নং সান্দিকোণা ইউনিয়নের ৭ নং মাসকা ইউনিয়ন, ৮নং বলাইশিমুল ইউনিয়ন, ১০নং কান্দিউড়া ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
উপস্থাপনা করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সান্দিকোণা ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নুরুজ্জামান।