নাগেশ্বরীতে মাদকের প্রতিবাদ করায় হয়রানি: জনতার দাবি মিথ্যা মামলা প্রত্যাহার।

নাগেশ্বরীতে মাদকের প্রতিবাদ করায় হয়রানি: জনতার দাবি মিথ্যা মামলা প্রত্যাহার।

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিবাদী মনোভাব আরও জোরদার হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ভুরুঙ্গামারী সড়কে অনুষ্ঠিত এক ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাঞ্জুয়ারভিটা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে সরব হন সমাজের সচেতন নাগরিকেরা। তাদের অভিযোগ, মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদক শুধু যুবসমাজ নয়, গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি, জামায়াতে ইসলামী, ব্যবসায়ী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসানসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে একটি লিখিত স্মারকলিপি ইউএনও’র নিকট হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্থানীয়দের মতে, নাগেশ্বরীর সমাজে মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সোচ্চার অংশগ্রহণ জরুরি। আজকের এই কর্মসূচি দেখিয়ে দিয়েছে—অন্যায় মেনে নেওয়ার দিন শেষ, জনসাধারণ এখন সচেতন এবং সংগঠিত।