তাড়াশে এক রাতে দুইটি সেচ মটর চুরি

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জের তাড়াশে এক রাতে দুইটি সেচ মটর চুরি, আতঙ্ক‌িত কৃষক সেচ নি‌য়ে আছে দু‌শ্চিন্তা ও অপরদিকে মৎস্য চাষী পড়ছে চরম বিপাকে।
তাড়াশ উপজেলা এক রাতে দুইটি সেচ মটর চুরি, আতঙ্ক‌িত কৃষক সেচ নি‌য়ে আছে দু‌শ্চিন্তায়।
মঙ্গলবার (২০ মে) রা‌তের কোন এক সময়  এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়‌নের কালিদাস নিলী গ্রা‌মে। এ ঘটনায় কৃষক আতঙ্ক‌ের পাশাপা‌শি সেচ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। ভুক্তভোগী কৃষক লিটন সরদার কালিদাস নিলী গ্রামে মজিবুর রহমান বড় ছেলে।ভুক্তভোগী লিটন সরদার জানান প্রতি‌দি‌নের ম‌তো মটর চা‌লি‌য়ে বা‌ড়ি‌তে যাই। সকা‌লে এসে দে‌খি মট‌রের ঘ‌রের পূর্ব পাশের বেড়া ভাঙ্গা। ভিত‌রে গি‌য়ে দে‌খিআমার(সাবমার‌সিবল) মটর‌টি চো‌রে চু‌রি ক‌রে নি‌য়ে গে‌ছে। জ‌মি‌তে এখনও ৮ থে‌কে ১০ দিন সেচ দি‌তে হ‌বে। ঠিকম‌তো সেচ দি‌তে না পার‌লে ধা‌নে চিটার প‌রিমান বে‌ড়ে যা‌বে। আমি এখন মহা বিপ‌দে প‌ড়ে‌ছি। আগের মটর‌টিই আমার মৃত্যু মায়ের জমান কিছু টাকা আর অন্য জনের কাছ থেকে ধার করে নিয়ে কিনেছিলাম এখন আবার নতুন ক‌রে মটর কেনা এ যেন মরার উপর খারার ঘা। আমি থানা কোন অভিযোগ করি নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তাড়াশ উপজেলা প্রাশাসনের কছে বিনীত ভাবে অনুরেধ করব আমার চুরি হওয়া( সাবমারসিবল মটর) তদন্তের মাধ্যমে বের করে দিতেন তাহলে আমি ও আমার পরিবার নিয়ে স্বচ্ছভাবে জীবন যাপন করতে পারতাম । আবার নতুন করে সেচ মটর কিনে সেচ চালু করব আবার যে চুরি হবে না তার নিশ্চয়তা কে দেবে ভেবে পাচ্ছি না কী করব মহা বিপদে আছি।

আর এক ভুক্তভোগী মৎস‌্য চাষী রেজাউল করিম গ্রামের বাড়ী মালিপাড়া মৃত ঈসমাইল হোসের ছেলে। তিনি জানান,আমি কালিদাস নিলী গ্রামে পুকুর লিজ নিয়ে চাষ আবাদ করছি বেশ কয়েক বছর ধরে। আমার পুকু‌রে প্রায় প্রতি‌ দিনই পা‌নি সেচ দি‌তে হয়। গত রাতে আমার (সাবমারসিবল) মটরটি চুরি হয় এম‌তো অবস্থায় মটর‌টি চু‌রি হওয়ায় বেশ বিপা‌কে প‌ড়ে গেলাম। আমার চারটি পুকুরে প্রতিদিন পানি সেচ দিতে হয় পানি সেচ না দিলে পুকুরে মাছের ক্ষতি হয়। ইতিপূর্বেও কয়েকবার আমার পুকুরে চু‌রি হ‌য়ে‌ছিল। এভা‌বে বারবার চু‌রি হ‌লে আমা‌র ব‌্যবসা করাই ক‌ঠিন হ‌য়ে যা‌বে। চু‌রি রো‌ধে প্রশাস‌নের ক‌ঠোর অবস্থান কামনা কর‌ছি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো চুরির অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।