লৌহজংয়ের বেজগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পরিচিতি সভা অনুষ্ঠিত

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- আজ শুক্রবার ১৬ মে বিকাল ৪টায় মালির অংক বাজার সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেজগাঁও ইউনিয়ন শাখার কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল বাশার মোল্লা এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবু তৈয়ব মোল্লা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা আবুল কালাম খান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
মুজাহিদ মোহাম্মদ রেজাউল করিম প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন একটি আদর্শ ভিত্তিক আন্দোলন। এই আন্দোলন কেবল রাজনৈতিক নয়; এটি জাতিকে ঈমান-আখলাক, চিন্তা-চেতনা ও সঠিক পথের দিকে ফিরিয়ে আনার সংগ্রাম। ইউনিয়ন পর্যায়ে আমাদের শক্ত ভিত্তি গড়তে হবে। প্রতিটি কর্মীকে আমানতের চেতনায় দাওয়াত ও সংগঠনের কাজ করতে হবে।”
বিশেষ অতিথিবৃন্দও নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের মাঝে দায়বদ্ধতা, শৃঙ্খলা এবং কার্যকর ভূমিকার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয় এবং উপস্থিত সবাই ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।