ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে নার্সদের বিক্ষোভ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের দাবি জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ১৫ মে) সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ পায়রা চত্ত্বর প্রাঙ্গণে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটির আহ্বানে এ কর্মসূচির আয়োজন করেন নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি পাস করার পর চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করেও আমরা ডিগ্রী সমমানের স্বীকৃতি পাচ্ছি না, যা চরম বৈষম্য। সমমানের শিক্ষার্থীরা ডিগ্রী পেলেও আমাদের বঞ্চিত করা হচ্ছে। এটা অবিচার। তারা আরও বলেন, সেবামূলক পেশায় আমরা কাজ করি, অথচ আমাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। এই বৈষম্য বন্ধ করে দ্রুত ডিপ্লোমা কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ‘সেবাই ধর্ম, বৈষম্যে ঠাঁই নাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রী চাই’ এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।