
আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- একাত্তরের চেতনা বাস্তবায়নে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ), অপেক্ষা কেবল নির্বাচন। অন্যদিকে এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটের সকল নেতারা জীবন দিয়ে হলেও চব্বিশের চেতনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার নিজস্ব প্রতিবেদক জনমত জানতে কয়েকজন মানুষের সাক্ষাৎ নেন। আব্দুল্লাহ্ জানান,
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে এদেশের দামাল ছেলেরা স্বাধীনতার সূর্য্য ছিনিয়ে এনেছিল। এরপর একের পর এক সরকারের পরিবর্তন ঘটলেও জনগণের ভাগ্য পরিবর্তন ঘটেনি। বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গোটা বাংলাদেশে লাগামহীন ঘোড়ার ন্যায় দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজী, সন্ত্রাসী কার্যকলাপ, ধর্ষণ অহরহ চলছেই। প্রায় একই সময়ে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। উক্ত দেশগুলো উন্নত হলেও সরকার পতনের পর বাংলাদেশ হয়ে যায় তলা বিহীন ঝুড়ি। এহেন পরিস্থিতি থেকে আমাদের পরিত্রান পেতে চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তা না হলে ফের অপরাধীদের কবলে বাংলাদেশ তলা বিহীন ঝুড়িতেই পরিণত হবে। আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের সাথে আলাপ করে জানা গেছে, তারা একাত্তরের চেতনায় বিশ্বাসী। একাত্তরের চেতনায় দেশ এগিয়ে না নিলে দেশের নতুন প্রজম্মের নিকট গাদ্দার হিসেবে তারা পরিচিত হবে বলে তাদের মতামত ব্যক্ত করেন। তবে দূর্নীতিসহ সকল অপকর্মকে বিদায় ঘন্টা জানাতে চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশকে গড়তে চায় এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটের সকল নের্তৃবৃন্দ। কোন দল ক্ষমতার মসনদে বসে বা কোন দলের চেতনায় স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়াবে তা সময়ই বলে দিবে।