কুড়িগ্রামে সাংবাদিকদের রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এনজিও সংস্থা লাইট হাউজের বাস্তবায়নে বুধবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের টেরেডাস হোমস সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

লাইট হাউস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এনজিওটির প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ।

আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্তসার দেন, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
কর্মশালায় বক্তব্য দেন লাইট হাউজের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার সম্মতি উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাঈদ আশরাফুল ইসলাম সহ আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।

মোঃএরশাদুল হক