সিরাজগঞ্জ জেলা সন্তান শাহরিয়ার আলম সাম্য যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ঢাবি শিক্ষার্থী সিরাজগঞ্জ জেলা সন্তান শাহরিয়ার আলম সাম্য।
সিরাজগঞ্জের বেলকুচির সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে।
বুধবার (১৪ মে) বাদ এশা উপজেলার সড়াতৈল হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত। এরপর তাকে সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে হত্যা করে বহিরাগতরা।
জানা যায়, সাম্য মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা সাম্যের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাম্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার মরদেহের অপেক্ষায় আছেন।
সাম্য ছিলেন২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিত সক্রিয় সংগঠক।