সিরাজ গঞ্জ তাড়াশে ১২ দিন পর অনুদানের গরু ফেরত পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ সদস্য

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-
সংবাদ প্রকাশের পর অবশেষে সিরাজগঞ্জের তাড়াশে সরকারি অনুদানের তালিকায় নাম থাকার পরও গরু না পাওয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের দুই জন সদস্য বিতরনের ১২ দিন পর তাঁদের নামে বরাদ্দকৃত গরু দুটি ফেরত পেয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উদ্ধার করা ওই গরু দুটি তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম অনুদানের গরু দুটি বুঝে নেন।
পরে তাড়াশ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.আমিনুল ইসলাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের বাসুদেব সরকারের স্ত্রী সবিতা রানী ও তালম ইউনিয়নের মানিক চাপড় গ্রামের আরেক ভুক্তভোগী ক্ষিতীশ তির্কীকে অনুদানের গরু দুটি বুঝে দেন।
অনুদানের গরু ফেরত পেয়ে সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী বলেন, তাঁরা খুশি এবং নায্যাতার ভিত্তিতে ১২ দিন পরে হলেও গরু ফেরত পাওয়ায় ক্ষেত্রে যারা কাজ করেছেন তাঁদের ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.আমিনুল ইসলাম মঙ্গলবারে জানান, গত এপ্রিলের ৩০ তারিখে গরু বিতরন কালে আমাদের অ-গোচরে যারা গরু দুটি নিয়ে গিয়েছিল তাদের অনুসন্ধান করে আমরা বের করতে সক্ষম হই। পরে তাদের কাছ থেকে গরু নিয়ে এসে অনুদানের গরুর প্রকৃত দাবিদার আদিবাসি সম্প্রদায়ের সদস্য সবিতা রানী ও ক্ষিতীশ তির্কীকে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা অবৈধ ভাবে গরু নিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।