গোয়াইনঘাটে নদী ধ্বংসের বিরুদ্ধে গর্জে উঠলো জনতা: যন্ত্রদানব বন্ধে আহ্বান কারীর হুঁশিয়ারি

রাব্বি হাসনাত ইমন
কানাইঘাট উপজেলা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ (পরিবেশগত সংকটাপন্ন এলাকা) ঘোষিত জাফলং, বাংলা বাজার, বালির হাওরসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে যন্ত্রদানব (ড্রেজার মেশিন) বসিয়ে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গর্জে উঠেছে জনতা।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে জাফলং ও বালির হাওর এলাকায় পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক আজমল হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইকবাল হোসেন ইমন।
বক্তারা বলেন, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্র নদীর তলদেশ কেটে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এতে করে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হচ্ছে, সৃষ্টি হচ্ছে ভাঙন। নদী তীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
সভাপতির বক্তব্য: “নদী বাঁচাতে হলে দখলদারদের রুখতেই হবে”
আন্দোলনের আহ্বায়ক আজমল হোসেন বলেন—
“আমরা এই আন্দোলনের মাধ্যমে সরকারকে সতর্ক করছি—নদী বাঁচাতে হলে দখলদারদের রুখতেই হবে। যারা দিনের আলোয় যন্ত্রদানব বসিয়ে প্রকৃতিকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই ধ্বংসের দায় প্রশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকরাও এড়াতে পারবে না।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন কেবল পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে আছি এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
উপস্থিত বক্তারা ও দাবি
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ আহমদ
যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মুন্না
সংগঠক জাবেল আহমদ
এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিক।
বক্তারা অবিলম্বে সকল অবৈধ ড্রেজার মেশিন অপসারণ, বালু-পাথর লুট বন্ধ, নদী তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।