কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
কুরআন দিবস উপলক্ষে সোমবার ফজর নামাজের পর কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশিষ্ট সাংবাদিক এম.আইউবের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আরবপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা অলিউল্লাহ, মাওলানা রাজু আহমেদ, অধ্যাপক আব্দুস সবুর প্রমুখ। বক্তারা কুরআন দিবসের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

কুরআন দিবস কী

১৯৮৫ সালের ১২ এপ্রিল ভারতের একটি আদালতে কুরআন নিষিদ্ধ করতে দুই ব্যক্তি মামলা করেন। তাদের দাবি ছিল, কুরআন মানুষ হত্যা করতে উৎসাহিত করে। এ ঘটনায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ফুঁসে ওঠে। বিক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের মুসলিমরাও। এ ঘটনায় ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জের একটি ঈদগাহ ময়দানে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে একদিনে নিহত হয় আটজন। যাদের বেশিরভাগ ছিল ছাত্র। সেই থেকে ১১ মে কুরআন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।