উপজেলার বন্দবেড় ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা।রৌমারী

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রৌমারী উপজেলা শাখা, ৩নং বান্ধবেড় ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন মোঃ কাজিম উদ্দিনকে আহ্বায়ক ও মোঃ আব্দুল আজিজকে সদস্য সচিব করে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার ৮ মে রাতে রৌমারী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ পূর্নাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির তালিকাটিতে রয়েছেন কাজিম উদ্দিন,আহ্বায়ক।মোঃ রুহুল আমিন মাস্টার,যুগ্ম আহ্বায়ক।মোঃ মনিবুর রহমান মামুন,যুগ্ম আহ্বায়ক।মোঃ আবু হেনা গোলাম মোস্তফা মাস্টার,যুগ্ম আহ্বায়ক।মোঃ ঝুমুর আলী,যুগ্ম আহ্বায়ক।মোঃ রাশেদুজ্জামান শামীম,যুগ্ম আহ্বায়ক।মোঃ রমিজ উদ্দিন,যুগ্ম আহ্বায়ক।মোঃ মোতালেব হোসেন (অবঃ আর্মি),যুগ্ম আহ্বায়ক।মোঃ বাবুল আকতার মাস্টার,যুগ্ম আহ্বায়ক।মোঃ আব্দুল আজিজ,সদস্য সচিব।মোঃ রবিউল ইসলাম (জন্তিরকান্দা),সদস্য।মোঃ নুর মোহাম্মদ মেম্বার (টাপুর চর),সদস্য। মোঃ সাইফুল ইসলাম (বন্দবেড়),সদস্য।মোঃ আবুল কালাম আজাদ (বাইটকামারী)সদস্য।মোঃ নুরুন্নবী (জন্তিরকান্দা)সদস্য।মোঃ আবুল কাশেম (খন্‌জনমারা)সদস্য।মোঃ আব্দুর রাজ্জাক (জন্তিরকান্দা)সদস্য।মোঃ আকবর খাঁ (কুটির চর)সদস্য।মোঃ আলতাব হোসেন (টাপুর চর)সদস্য।মোঃ খলিলুর রহমান (ফলুয়ার চর)সদস্য। মোঃ সাইদুর রহমান (জন্তিরকান্দা)সদস্য।মোঃ নুরে আলম সিদ্দিকী নয়া (বন্দবেড়)সদস্য।মোঃ ফজলুল হক (খঞ্জনমারা)সদস্য।মোঃ আক্কাছ আলী দেওয়ানী (বাঘমারা)সদস্য।মোঃ হযরত আলী (খন্‌জনমারা)সদস্য।মোঃ জহরুল হক মেম্বার (টাপুর চর)সদস্য।মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ (পঃ খনজনমারা)সদস্য।মোঃ ইমান আলী (বাঘমারা)সদস্য।মোঃ মোস্তফা (জপ্তিরকান্দা)সদস্য।মোঃ মোকলেছুর রহমান (বন্দবেড়)সদস্য।মোঃ সুরুত আলী মনি (পুড়ার চর)সদস্য হিসাবে কমিটিতে অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৩ নং বন্দবেড় ইউনিয়ন এর নব গঠিত পূর্নাঙ্গ কমিটির আহবায়ক, মোঃ কাজিম উদ্দিন ও সদস্য সচিব মোঃ আব্দুল আজিজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দলের শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্র ঘোষিত সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা, দূর্নীতি বন্দ করাসহ সামাজিক কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতারা।
মোঃএরশাদুল হক