কোন সহিংসতা নয় আমরা চাই মনুষ্যত্বের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:-
নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ ৯ মে শুক্রবার BBC News24bd.com এর বিশেষ প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে বলেন, ক্ষমতার লড়াই কিংবা সহিংসতা নয়, আমরা চাই মনুষ্যত্বের রাজনীতি। সাধারণ মানুষ রাজনৈতিক এই হানাহানি থেকে মুক্তি চায়। আমি বিশ্বাস করি মানুষের জন্য ই রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করুন, তাদের যুক্তি সংগত আন্দোলন নিয়ে কারো মাথাব্যাথা নেই। কিন্তু যখন আন্দোলনের নামে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন এবং আবার তা দমন করতে গিয়ে মানুষ হত্যা করা হয় সেটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশের সাধারণ মানুষের পর্যবেক্ষণ শক্তি প্রখর। সাধারণ মানুষের পর্যবেক্ষণে বার বারই সত্যি উঠে এসেছে। অপ্রিয় হলেও সত্য প্রকাশিত হবেই এবং তা কারো না কারো বিপক্ষে যাবেই। আবার যখনই একটি সত্যের পক্ষ বিপক্ষ তৈরি হয় তখনই সেখানে শুরু হয় নোংরা অশুভ খেলা যার অন্যায় বলি হয় বার বারই সাধারণ মানুষ।