জবির বিএনসিসি কন্টিনজেন্টের আন্ত প্লাটুন ড্রিল প্রতিযোগিতা পরিদর্শন করলেন উপাচার্য

সাদিয়া জান্নাত কেয়া
জবি প্রতিনিধি :

৯ ই মে, শুক্রবার অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) কন্টিনজেন্টের আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ড. মো. আবু হানিফ সরকার এবং অন্যান্য পিইউও বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য মহোদয় আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন প্লাটুন শৃঙ্খলা, কাঠামোবদ্ধতা ও নিখুঁত ড্রিল কৌশল প্রদর্শনের মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরে। এরপর তিনি বিএনসিসি কন্টিনজেন্টের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত পিইউও সাজিয়া আফরিন। ক্যাডেটদের পক্ষে বক্তব্য রাখেন ক্যাডেট সার্জেন্ট মো. মোতাকাব্বির। পিইউও প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ড. বুশরা জামান এবং শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ পিইউও ড. মো. আবু হানিফ সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিইউও মো. শফিকুল ইসলাম, পিইউও ড. আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত পিইউও ড. বুশরা জামান এবং সামরিক প্রশিক্ষক সহ অন্যান্য সামরিক স্টাফবৃন্দ।

আলোচনা সভায় ক্যাডেটরা বিএনসিসি কার্যক্রমে তাদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি কিছু যৌক্তিক দাবি-দাওয়া উপাচার্য মহোদয়ের নিকট উপস্থাপন করে। উপাচার্য মো: রেজাউল করিম, পিএইচডি দাবিগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিএনসিসি কন্টিনজেন্টের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “বিএনসিসি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ বিএনসিসি ইউনিটের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।