ঝিনাইদহের কালীগঞ্জে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ আগুন।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চার ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এমতাবস্থায় মুহূর্তের মধ্যেই আগুন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্ররণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল।
যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী সাজ্জদ জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনও ক্ষয়-ক্ষতি নিরূপণ করা যায়নি । তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য।