কুড়িগ্রামে কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত।

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি।
কুড়িগ্রামে কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার
ভোগডাঙ্গা ইউনিয়নের চৈতার খামার গ্রামে মাঠ দিবস পালন করা হয়। সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর আয়োজনে মাঠ দিবসে প্রায় আড়াই শতাধিক কৃষকের উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের একটিং জোনাল ম্যানেজার তৌহিদ হোসেন,টেরিটোরি ম্যানেজার এম কৃষবিদ সালেহ্-উল-ইসলাম,ডিলার লোকমান হাকিম,কৃষক আবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা জানান,কুড়িগ্রামের ৯টি উপজেলায় সুরভী-১জাতের দেড় হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। বোরো মৌসুমে ১৪০দিনের এই জাতের কর্তন করা যায়। গড়ে বিঘা প্রতি এই জাতের ফলন পাওয়া যাচ্ছে প্রায় ৩৫মণ ধান পাওয়া যাচ্ছে।
আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।