ঘুষ না দিলে কাজ হয় না’—বিআরটিএ পাবনায় দুদকের অভিযানে ফাঁস দুর্নীতি

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধি
দালাল ছাড়া কোনো ফাইল নড়ে না, ঘুষ না দিলে মেলে না সেবা—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা কার্যালয়ে এমনই অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযান হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ’র এই কার্যালয়ে অভিযান চালায় দুদক। নেতৃত্ব দেন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা সরাসরি সেবাপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের অভিযোগ, দালাল ছাড়া এখানে কোনো কাজ হয় না। লাইসেন্স হোক বা গাড়ির রেজিস্ট্রেশন—সবকিছুর জন্যই ঘুষ দিতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। কেউ কেউ বলেন, ২০১৯ সালে কাগজপত্র জমা দেওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি, কিন্তু টাকা দিলে দালালের হাত ধরে কাজ হয়ে যায় অল্প সময়ে।
সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, “আমরা জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি—এখানে টাকা ছাড়া কিছুই হয় না। দালাল ও ঘুষের ওপরই পুরো সেবাব্যবস্থা নির্ভরশীল। আমরা রেকর্ড সংগ্রহ করছি, যা কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাবনা বিআরটিএ কার্যালয়কে ঘিরে আগে থেকেই রয়েছে দুর্নীতির অভিযোগ। কর্মকর্তা-কর্মচারীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন বা রুট পারমিট—প্রত্যেকটি সেবার জন্যই দালালের শরণাপন্ন হতে হয় সাধারণ মানুষকে। এসব অনিয়ম নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম।