সিরাজগঞ্জ তাড়াশে বিনা চাষে ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধ:-

ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাসি তাড়াশে বিনা চাষে ভুট্টার বাম্পার ফলন।

সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রতি বিঘা ফলন হচ্ছে ৫০ খেকে ৬০ মন। কৃষক জমি থেকে ভুট্রার শীষ তুলে বাড়ির আঙ্গীনায় এনে মাড়াই যন্ত্রের সাহায্যে ভুট্রার দানা সংগ্রহে ব্যাস্ত সময় পার করছেন।

 চলনবিল অধ্যুষিত তাড়শ উপজেলার নিম্নঞ্চল থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে জমি চাষ না দিয়ে জমির কাদার উপর কৃষক ভুট্রার বীজ বপন করেন। এ পদ্ধতিতে কৃষকের চাষ খরচ কম হয়েছে এবং ফলনও হয়েছে বাম্পার এমনটি জানিয়েছেন একাধিক ভুট্রা চাষী।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর তাড়াশ উপজেলায় বিনা চাষে ভুট্টার আবাদ হয়েছে ১ হাজার ৯৯০ হেক্টর জমিতে। এ অঞ্চলে বিনা চাষে সাধারণত হাইব্রিড জাতের বারি-৫, বারি-৬, বারি-৭, বারি মিষ্টি ভুট্টা-১, বারি বেবি কর্ণ-১ জাতের ভুট্টা বেশি চাষ হয়েছে ।

জানাগেছে, তাড়াশ উপজেলার বারুহাস, সগুনা, মাগুড়াবিনোদ ও নওগাঁ ইউনিয়নে বিনা চাষে ভুট্টার আবাদ  হয়েছে। মাগুড়া ইউনিয়নের মাগুড়া গ্রামের কৃষক মাসুদ আলী জানান, এ বছর আমি ১০ বিঘা জমিতে বিনা চাষে ভুট্রা বুনেছি। এ পদ্ধতিতে চাষ খরচ কম। আবার ফলনও হচ্ছে প্রতি বিঘা ৫০ থেকে ৬০ মন। প্রতি মন ভুট্রা বিক্রি করছি ৯৫০ থেকে ১০৫০ টাকায়। বাম্পার ফলন এবং ভাল দামে আমরা লাভের মুখ দেখছি। উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের কৃষক শফিকুল মিয়া জানান, সকল খরচ বাদে প্রতি বিঘা জমির ভুট্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হচ্ছে। উপজেলা নওগাঁ ইউনিয়ন কালিদাস নিলী গ্রামের কৃষক শাহআলম জানা,সকল খরচ বাদে ৪০থেকে ৪৫ হাজার টাকা লাভ হচ্ছে। যা গত বছরের তুলনা দ্বিগুন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, চাষ খরচ কম ও আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর বিনা চাষে ভুট্রার বাম্পার ফলন হয়েছে। আবার ভাল দাম পেয়ে ভুট্রা চাষীদের মুখে হাসি ফুটেছে।