ফেনীতে সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত ইয়াসিন পাবনা সদর হাসপাতালে মৃত্যু ন্যায়বিচারের আসায় নিহতের স্ত্রী

IMG-20250504-WA0060

আব্দুল্লাহ আল মোমিন
জেলা প্রতিনিধি

গত ৯ এপ্রিল (বুধবার) ইয়াসিন আলীকে সন্ত্রাসীরা ধারালো বাটাল এর আঘাতে গুরুত্বর আহত করে, আহত ইয়াসিনকে স্থানীয় ফেনী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য চিটাগাং হাসপাতালে প্রেরণ করা হয়। চিটাগাং হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে তাকে দেশের বাড়ি পাবনা তে পাঠিয়ে দেয়।গুরুতর আহত ইয়াসিনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে গত ২২ শে এপ্রিল (রবিবার) কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত বলে জানায়। নিহত ইয়াসিনের পরিবারের সাথে কথা বললে ইয়াসিনের বাবা ভাই ও ইয়াসিনের স্ত্রী BBC NEWS 24 কে জানান রানা ও নয়ন নামের দুইজন ব্যক্তি ইয়াসিনকে রাতের বেলায় বাসা থেকে ডেকে নিয়ে যায়, এবং রানা ও নয়ন নিহত ইয়াছিনকে ধারালো বাটাল এর আঘাতে গুরুতর ভাবে আহত করে। ঘটনাস্থলে রানা গ্রেপ্তার হলেও নয়ন পালিয়ে যেতে সক্ষম হয়।ফেনী থানার কর্তব্যরত এসআই জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বললে তিনি জানান ইয়াসিন হত্যার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে ময়না তদন্ত হাতে না পাওয়ায় জন্য এজাহার তৈরি করতে পারছিনা। নিহত ইয়াসিনের স্ত্রী আসামীদের দ্রুত বিচার করার মাধ্যমে স্বামী হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।