কোটচাঁদপুরে রাস্তায় রাখা সব্জী বিক্রেতার ব্যাটারি চালিত ভ্যানে প্রাণ গেল ৩ বছরের শিশুর

কোটচাঁদপুরে রাস্তায় রাখা সব্জী বিক্রেতার ভ্যানে প্রাণ গেল ৩ বছরের শিশুর
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ভ্যানের চাপায় আল ফারাবি সুজন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৪ মে) দুপুরে কোটচাঁদপুর উপজেলার পৌর শহরের স্টেশন পাড়ায় এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
নিহত আল ফারাবী ঐ পাড়ার বাসিন্দা শেখ শামীম হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। ভ্রাম্যমান কাঁচামাল বিক্রির ব্যাটারিচালিত ভ্যান রাস্তায় রাখাছিল। কাঁচামাল বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় বিভিন্ন প্রকার কাঁচা সব্জি বিক্রি করছিলেন। ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সব্জী পৌঁছে দিতে গিয়েছিল বিক্রেতা। এর মধ্যে আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে ফেলে। চালু অবস্থায় ভ্যানটি সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় ও আত্মীয় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।