ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সদস্যআব্দুল মান্নানের ইন্তেকাল

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধি খঃ
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক বাংলাবাজার পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আব্দুল মান্নান আর নেই। শনিবার সন্ধ্যা রাতে তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও সাংবাদিক সহকর্মী রেখে গেছেন।
সাংবাদিক আব্দুল মান্নান শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি আশির দশক থেকে সাংবাদিকতার পাশাপাশি গ্রাম্য চিকিৎসকের পেশায় যুক্ত ছিলেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, ওমরা পালন করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে তিনি দুই সপ্তাহ আগে ঢাকার পিজি হসপিটাল বর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেন।

রোববার সকাল ১১ টায় তার নামাজে জানাজা জন্মস্থান শৈলকুপার নাগপাড়ায় অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সাংবাদিক আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।