কুড়িগ্রামে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ।

মোঃ এরশাদুল হক
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি।
৩০ এপ্রিল ২০২৫
সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিক্ষোভ সমাবেশে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ চান আইনজীবীরা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.আশরাফ আলী,সহ দফতর সম্পাদক অ্যাড. শাহ আলী আহমেদ, সদস্য অ্যাড. আবু সাঈদ শিথীল, অ্যাড. মোছা. শাহানাজ পারভীন, অ্যাড. হারুন অর রশিদ, অ্যাড. মো. নুর জামাল প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি করেন।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড ফখরুল ইসলাম বলেন, এবিএম খাইরুল হক ফ্যাসিবাদের একজন দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ। অবিলম্বে কুখ্যাত এবিএম খাইরুল হকসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করেন। না হলে সারাদেশে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে।