কেন্দুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ জুয়াড়ি

মোহাম্মদ সালাহ উদ্দিন,, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ।

৩০ এপ্রিল বুধবার এক প্রেস নোট বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।

গত ২৯ এপ্রিল দিবাগত রাতে গগডা বটতলা বাজার হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন- ১। রইতন মিয়া (৬০), পিতা- মৃত সফর উদ্দিন, ২। আলী হোসেন (৪৫), পিতা- মৃত বাবুল মিয়া ৩। সুরুজ মিয়া (৫০), পিতা- মৃত ইসমাইল, ৪। সুজন (৩০), পিতা- মৃত মন মহন, সর্ব সাং-বড়তলা, ৫। কাশেম (৩০), পিতা-ফজলু মিয়া, সাং-গগডা ।

কেন্দুয়া থানা পুলিশের ইনচার্জ মিজানুর রহমান বলেন- গ্রেপ্তারকৃত ৫ জন সবাই জুয়ারি, বিশেষ করে গগডা মোজাফফর পুর এই এলাকার জুয়াখেলা তাদের মাধ্যমে সংগঠিত হয় বল বিভিন্ন সূত্রে জানা যায়। তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।