মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় ৪র্থ দিনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
টানা ৪র্থ দিনের মত মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে স্বাক্ষ্য গ্রহণ শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১১ টায়। বুধবার মামলার স্বাক্ষী দিয়েছে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের দুই জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক জন মোট তিন জন চিকিৎসক। যারা শিশু আছিয়ার চিকিৎসা করেছিলেন। আগামী ৪ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আগামী ৪ মে ঢাকা সামরিক হাসপাতালের চিকিৎসক ও আছিয়ার সুরতহাল করার সময় উপস্থিত নির্বাহী ম্যজিসস্ট্রেটসহ পুলিশ সদস্যদের স্বাক্ষ্যগ্রহন করা হবে। আগামী ৬ মে মধ্যেই এ মামলার স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। এছাড়াও আগামী মে মাসের ১৫ তারিখে এই মামলায় রায় প্রদান করবে বলে আশা করছেন আইনজীবী।
এর আগে বুধবার সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে মাগুরায় আনা হয় হিটুশেখসহ সকল আসামীকে।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী  গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ ঘটনাটি দেশ ব্যাপি আলোচনার সৃষ্টি করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন মামলার স্বাক্ষ্যগ্রহণ চলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. এহসানুল হক সমাজী জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এ মামলার স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি। এছাড়াও আগামী মে মাসের ১৫ তারিখে এই মামলায় রায় প্রদান করবে বলে মনে করছি।