কেন্দুয়ায় কৃষক দলের উদ্যোগে সাধারণ কৃষকদের ধান কাটার মহা উৎসব

মোহাম্মদ সালাউদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টার

নেত্রকোনার কেন্দুয়ায় কৃষক দলের উদ্যোগে সাধারণ কৃষকদের ধান কাটার মহোৎসব চলছে এখন ৩নং দলপা ইউনিয়নে।

২৯ এপ্রিল মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৩নং দলপা ইউনিয়নের দনিয়া গাও গ্রামের কাঞ্চন মিয়ার এক একর জমি কেটে দেওয়ার উদ্যোগ নেয় দলপা ইউনিয়নের কৃষক দল।

সরেজমিনে গিয়ে দেখা যায়- কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির নমিনি নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র নির্দেশনায় কেন্দুয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম  ডালিম এর নেতৃত্বে দলপা ইউনিয়নের কৃষক দলের প্রার্থী মোঃ রুবেল (মিয়া ডাক্তার) ও রুবেল (গেন্জি/পোষাকের অনুদান) উৎসব মকর পরিবেশে দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক সাদেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আলী বাকের শাওন,ইউনিয়ন জাসাস এর সদস্য সচিব ফারুক খান এর উপস্থিতিতে ৪ শত নেতৃবৃন্দকে নিয়ে কাঞ্চন মিয়ার এক একর কৃষি জমি ধান কাটার জন্য প্রস্তুত হয় সেখানে সকল নেতৃবৃন্দ এক যুগে কাঞ্চন মিয়ার জমিতে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন-
জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহীন আলম সাকী, যুগ্ম সম্পাদক হোসেন সোহরাব হোসেন ছোরাব, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিক খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক,কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সালাম, নেত্রকোনা জাতীয়তাবাদী সমবায় দল সদস্য সচিব নজরুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন, সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ডালিম বলেন- দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির নমিনির আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেবের নির্দেশনায় কেন্দুয়া উপজেলা কৃষক দল সাধারণ মানুষের কল্যানে কাজ করার জন্য ধান কাটার উদ্যোগ নিই।
এবং ধান কাটার জন্য প্রতিদিন ইউনিয়নে গিয়ে কাজ করি।

নেত্রকোনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিন আলম সাকী বলেন- এই জন্যই আমি বিএনপির রাজনীতি করি কারণ বিএনপির সংগঠন কৃষকদল মানুষের কল্যানে কাজ করেন।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন- সাবেক রাট্রপতি জিয়াউর রহমানের আদর্শের হাতে গড়া দল বিএনপি, আর এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। এর অংশ হিসেবে কেন্দুয়া উপজেলায় কৃষক দলের নেতাকর্মীদের দিয়েছি, তারা মাঠে গিয়ে আনন্দে উল্লাসিত হয়ে কাজ করতে দেখা যায়।