সিরাজগঞ্জ তাড়াশে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-

তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তালম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, সাইদুর মাস্টার সদস্য তাড়াশ উপজেলা বিএনপি, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী, পিএম নজরুল ইসলাম যুগ্ন আহ্বায়ক তাড়াশ উপজেলা যুবদল, পৌর যুবদল নেতা এরশাদ আলী, পৌর যুবদল নেতা রিপন তালুকদার প্রমূখ।

উল্লেখ্য গত(২৬ এপ্রিল শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করা হয়। এদিকে জেলা সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করায় খন্দকার সেলিম জাহাঙ্গীর তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন।

আনন্দ মিছিল শেষে জিকেএস স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, জনাব তারেক রহমানের নিদের্শনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা তথা সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত গনত্রান্তিক পন্থায় সৎ সাহসী এবং ত্যাগী মেধাবীদের সম্নয়ে আগামীতে কমিটি গঠন করা হবে।

তৃনমূলের সৎ ও সাহসী নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করায় সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ উপজেলায় তৃনমুলের ত্যাগী নেতা কমীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে